![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F21%2Fgazipur.jpg%3Fitok%3DktzBjoqu)
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই নারী শ্রমিকের
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই নারী শ্রমিকের। আজ রোববার সকালে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগনালের পাশে খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন কালীগঞ্জের বড়নগর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী শাহীনুর বেগম (২৫) ও ভাদগাতী গ্রামের কবির হোসেনের স্ত্রী জেসমিন বেগম (৪২)। তারা দুজনই হা-মীম গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।