You have reached your daily news limit

Please log in to continue


মহামারির মধ্যেও রেল কর্তাদের বিদেশ সফরের ধুম

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা আগামী ৩ মাসে ইউরোপ, আমেরিকা ও ভারতে ৪টি সফরে যাবেন। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন, প্রশিক্ষণ গ্রহণ ও কারখানা পরিদর্শনের জন্য এসব সফরের আয়োজন করা হয়েছে।

চলতি অর্থবছরে সরকার বিদেশ ভ্রমণের জন্য বরাদ্দের ৫০ শতাংশ অর্থ আটকে দিয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের রুটিন সফরগুলোও বাতিল করতে বলেছে। তা সত্ত্বেও রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব সফরে যাচ্ছেন।

গত ১ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, কেবল জরুরি ও অনিবার্য পরিস্থিতিতে বিদেশ ভ্রমণের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় করা যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন