তেলের গাড়ি, গ্যাসের গাড়ি এবং পরিবহনদস্যু
গণপরিবহন নিয়ে লিখতে বা আলোচনা করতে আমার মত অনেকেরই ভালো লাগে না। তারপরও আমরা যারা নিত্যদিন গণপরিবহনে চলাচল করি তাদের কাছে এটাই আলোচনার বড় বিষয়। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে গণপরিবহন থেকে চলন্ত অবস্থায় দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন, অপরজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। গণপরিবহনের দস্যুদের হাত থেকে আমরা কবে রেহাই পাবো? এটা সবার কাছে একটা বড় প্রশ্ন।