![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F08%2Ff6b877cb9081baa959d8d6d9b94aad44-6188f0b34a21f.jpg%3Fjadewits_media_id%3D758243)
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২১, ১৫:৪৯
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (৮ নভেম্বর) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), কাঁচামাল ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাসচালক জাহাঙ্গীর মৃধা (৪৫)।