উন্নয়নের নামে অবাধে গাছ কাটা যেন ব্যাধিতে পরিণত হয়েছে। গাছ কাটার বিরুদ্ধে নানা আপত্তি ও প্রতিবাদের পরও তা বন্ধ হচ্ছে না। নতুন ভবন নির্মাণের বিকল্প জায়গা থাকা সত্ত্বেও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে একটি আমবাগানের ১১৬টি গাছ কেটে ফেলা হয়েছে। ছুটির দিনে লোকজন কম থাকার সুযোগে সেগুলো কাটা হয়।
এ ক্ষেত্রে বন বিভাগের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তা নেওয়া হয়নি। সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে গাছ যে কাটা হয়েছে, সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন না। তাহলে উপজেলা পরিষদ চত্বর থেকে এতগুলো গাছ কাটা হলো কীভাবে?