আম ভারতকে জানার ট্রেন ভ্রমণ

দেশ রূপান্তর সৌমিত্র দস্তিদার প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৮:৫২

ভারতকে বুঝতে গেলে সবচেয়ে ভালো ট্রেন ভ্রমণ। নব্বই পরবর্তী দশকে যে বিপুল মধ্যবিত্তের উত্থান ও বিকাশ তার দেখা আপনি পেতে চাইলে প্লেন ধরুন। ইদানীং অনেকেই কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, এমনকি বেনারস, দার্জিলিং যেতেও প্লেনকেই যাতায়াতের জন্য বেশি পছন্দ করছেন। বেসরকারি বিমানের ভাড়া মোটামুটি। সচ্ছল মধ্যবিত্তের নাগালের ভেতর। সময় কম লাগে। আরাম তুলনামূলকভাবে বেশি। তার ওপর প্লেন জার্নি এখনো একধরনের স্ট্যাটাস সিম্বল। প্লেনে ওঠার লাইনে দাঁড়িয়ে পটাপট সেলফি তোলো আর ফেবুতে আপলোড করো‘অফ টু মুম্বাই’। সুন্দর-সুন্দরী হলে কথা নেই। নিমেষে লাইক, কমেন্টের বন্যা বয়ে যাবে।


আসলে জোরে জোরে হাসা বা কথা বলা ঠিক এটিকেট সম্মত নয় বোধ হয়। আমাদের মতো বুড়ো হাবড়ারা ছবি পোস্টাতে লজ্জা পাই। লাভও নেই। লাইক কমেন্ট পড়বে মেরে-কেটে ছটা। প্লেনে কেউ চেঁচিয়ে কথা বলে না। মুখ গম্ভীর। গাম্ভীর্যের আবার শ্রেণিবিভাগ আছে। এক্সিকিউটিভ, বিজনেস ক্লাসে লোকে যত গম্ভীর, তার চেয়ে কিছুটা কম সাধারণ যাত্রীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও