কেন ছুটি চিলের পিছে কানের খোঁজে

দৈনিক আমাদের সময় গওহার নঈম ওয়ারা প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ১৫:০২

গুজব আমাদের বেশি পছন্দ। এর পেছনেই ছুটতে ভালো লাগে। গুজবকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বাগধারার জন্ম দেওয়া হয়েছে। বলা হয়- ‘যা রটে, এর কিছু তো বটে।’ গুজবের সবটা নয়- নাও কিছু, নাও পছন্দমতো। ফেলে দিও না সবটুকু। এ রকম একটা ঘেরাটোপের মধ্যে গুজবচর্চায় বিকশিত আমাদের মননের মধ্যে সরলের চেয়ে জট অনেক বেশি। এই জটের সমস্যা এখন আরও জটিল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া চিলের খপ্পরে। সনাতন চিলের চেয়ে সোশ্যাল মিডিয়া চিলের গতি হাজার-লাখগুণ বেশি। গুজব এখন ‘ফেক নিউজ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও