বাঙালিত্ব দিয়ে কি সাম্প্রদায়িকতা দূর করা যাবে?
কথা ছিল আগুন যখন জ্বলছে, তখন যেকোনো মূল্যে আগুন নিভিয়ে ফেলা নিয়েই কথা হবে। কথা ছিল সেই আগুন যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে, সেই পদক্ষেপ নিয়ে আলাপ হবে। সর্বোপরি কথা ছিল, আগুন নেভানোর দায় এবং ক্ষমতা যার হাতে, তার ওপরে প্রচণ্ড চাপ তৈরি করার। তারপর আগুন নিভে গেলে, অন্য এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি শেষ হলে, আলাপ হবে আগুন কেন লেগেছিল এবং তা ভবিষ্যতে আর না লাগার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, সেই আলাপ তোলা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে আলাপ করছিল, আগুন লাগানোর কারণ কী আর কীভাবেই-বা তা ঠেকানো যেতে পারে।