দ্বিজাতিতত্ত্বের দুর্ভাগ্যজনক ধারাবাহিকতা
ফেনীর মালবিকা মজুমদারের আত্মীয়স্বজন বাড়িঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন। পাওয়ারই কথা। অনেক এলাকাতেই হিন্দুদের রাত জেগে নিজ নিজ বাড়িঘর, দোকানপাট পাহারা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। মালবিকা মজুমদার বিবিসিকে বলেছেন, 'আমাদের যাদের সামর্থ্য আছে, দেশ ছাড়ার কথা ভাবতাম না। কিন্তু এখন সেটা প্রথম চিন্তা হয়ে গেছে।' ঢাকায় কর্মরত রংপুরের এক আতঙ্কিত হিন্দু বন্ধু মা-বাবা রেখে ঢাকায় আসতে আসতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, 'এখন রংপুর জ্বলছে। কী করব? বাড়িতে বাপ-মা। শ্বশুরবাড়িতে বউ-বাচ্চাসহ সে বাড়ির সবাই। পীরগঞ্জ আমাদের এলাকা থেকে অনেকখানি দূরে। কিন্তু নোয়াখালী থেকে কাছেও নয়।' আমার দীর্ঘদিনের পরম ভাই অপূর্ব রায়। রাজশাহীতে থাকেন। এসব খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন। বুকে ব্যথা করতে শুরু করে তার। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভয় কতটা ভয়ংকর হতে পারে, তা কেবল আক্রান্তজনই জানে।