ই-সিগারেট ‘আশীর্বাদ না অভিশাপ’, স্বাদ আর স্টাইল কি সব?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০৮:১০
ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট বর্তমানে বহুল পরিচিত একটি নাম। বিশেষ করে দেশের উঠতি বয়সীদের কাছে এর জনপ্রিয়তা বেশ। ব্যাটারিচালিত ভ্যাপিং সিস্টেম এটি। নানা স্বাদের লিকুইড দিয়ে চলে ই-সিগারেট সেবন। মূলত স্বাদ আর স্টাইলের কারণে বাড়ছে এর ব্যবহার।
এছাড়া ই-সিগারেট থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে রিং তৈরির কৌশল এবং তা প্রদর্শনও এর জনপ্রিয়তার অন্যতম কারণ। আবার এটি প্রচলিত সিগারেটের তুলনায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর— এমন ধারণাও আছে অনেকের মধ্যে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো রাসায়নিক পদার্থের আসক্তি স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।