![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdmc-20211019184135.jpg)
বনানীতে ভবন থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু
রাজধানীর বনানীর কড়াইল বেলতলা বস্তি এলাকায় একটি তিনতলা ভবন থেকে পড়ে আয়নাল হক (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।