কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষ যাবে কোথায়?

ঢাকা টাইমস খন্দকার লেনিন প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১৫:৩২

উগ্রবাদী আচরণ থেকে মুক্তির উপায় তাহলে কি? দিন দিন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে জীবন থেকে আমাদের। হাজার বছরের বাঙালির ঐতিহ্যের চরিত্র এখন হুমকির মুখে। একসময় যা ছিল নিত্যকার বিষয় আজ তা খুঁজে পেতেই অনেক কষ্ট।


আজ কোথাও ঘটা করে আর কোন ঐতিহ্যের নানা আচরণের আয়োজন হয় না। কবিগান, জারিগান, সারিগান,পালা, পুঁথিপাঠ, সঙ যাত্রা ইত্যাদি অনেক কিছুই আর চোখে পড়ে না। রাতব্যাপী ধর্মীয় কৃত্যমূলক কোন আয়োজন আর ঘটা করে কোথাও হয় না।


আমরা হারিয়েছি সিনেমা হল, খেলার মাঠ, ঘোড়ার দৌঁড়, ষাঁড়ের লড়াই এমন অনেক কিছু। গ্রাম্য নানা খেলাধুলার মধ্যে- যেমন হা ডু ডু, গুলতি, সাত চাড়া, পুতুলের বিয়ে, লাই, মার্বেল খেলা কোন কিছুই আর চোখে পড়ে না। গ্রাম্যমেলা, কৃষিমেলা, মাসব্যাপী বিজয় মেলা, নৌকা বাইচ কদাচিৎ দেখা যায়। রাতব্যাপী সোহরাব – রুস্তুম, গাজী কালু, মহুয়ার পালা দেখে ঢুলু ঢুলু চোখে আর কেউ বাড়ি ফেরে না। যাদু প্রদর্শন, সার্কাস শো, বায়োস্কোপ তো এখন খুবই কম হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও