গ্লোবাল ইনোভেশন ইনডেক্স: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ
ডেইলি স্টার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১৫:০৭
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি সংস্থার (উইপো) তথ্য অনুযায়ী ২০ দশমিক ২ পয়েন্ট নিয়ে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬ নম্বরে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার নিচে।
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (জিআইআই) এর ১৪তম সংস্করণ গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন দেশের অর্থনীতিতে ইনোভেশন বা উদ্ভাবনের প্রভাবকে আমলে নেওয়া হয় এবং সবচেয়ে সাম্প্রতিক উদ্ভাবনী ধারাগুলোকে অনুসরণ করা হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত দুই ধাপ এগিয়ে ৪৬তম অবস্থানে রয়েছে। শ্রীলংকা ৬ ধাপ এগিয়ে ৯৫তম, পাকিস্তান ৮ ধাপ এগিয়ে ৯৯তম এবং নেপাল ১৬ ধাপ পিছিয়ে ১১১তম স্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।