কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তোমাকে যেমন জেনেছি

সমকাল সালমা আখতার প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৮:৫৪

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে একটি পরিচিত নাম কাজী আফরোজ জাহান আরা। গত ৩ অক্টোবর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। মৃত্যু চিরসত্য। কিন্তু কিছু মৃত্যু এমনই আকস্মিক ও হৃদয়বিদারক; যে হারায় সে-ই তার মর্ম অনুভব করে। শিক্ষার্থী, সহকর্মী এবং বন্ধু হিসেবে আমরা এতই পারস্পরিক বন্ধনে আবদ্ধ ছিলাম যে, ওকে আমরা সোলমেট বলতাম। লকডাউনের ১৮টি মাস আমরা পরস্পরকে এত সময় দিয়েছি, যা আমাদের সময়কে অসহনীয় না করে আনন্দময় করে তুলেছিল। আমরা তখন ভার্চুয়াল জগতের বাসিন্দা। বাইরে যাই না। কিন্তু আধুনিক টেকনোলজিক্যাল ডিভাইসকে কাজে লাগিয়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব পরিচিতজন, প্রতিবেশী সবার ভালো-মন্দ খোঁজখবর নিয়েছি।


আইইআরে আমরা দু'জনেই 'জেন্ডার এডুকেশন' বিষয়ক কোর্স পড়িয়েছি। ফলে যুগে যুগে, শতাব্দী ধরে নারীর অবস্থান, ক্ষমতা, ক্ষমতায়ন (আর্থিক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা) পুরুষতান্ত্রিক মনোভাবের প্রাবল্য এখনও কীভাবে নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করছে, তা নিয়ে গভীর আলোচনা হতো। ইদানীং আবার তালেবান শক্তির পুনরুত্থান এবং তার প্রভাব আমাদের দেশের নারীদের ওপর কী হতে পারে- এ নিয়েও চিন্তা ছিল আমাদের মাথায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও