You have reached your daily news limit

Please log in to continue


পুকুরে ডু‌বে চাচা‌তো ভাইবোনের মৃত্যু

ভোলা সদরের ইলিশা এলাকায় নিজ বাড়ির পুকু‌রে ডু‌বে রেহানা আক্তার (৫) ও জ‌াহিদুল ইসলাম (৪) না‌মে দুই চাচা‌তো ভাইবো‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দি‌কে ওই গ্রা‌মের হা‌মিদ উল্লাহ হা‌জির বা‌ড়ি‌তে এ ঘটনা ঘ‌টে।

রেহানা ভোলা সদর উপ‌জেলার পূর্ব ইলশা ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের দ‌ক্ষিণ ইলশা গ্রা‌মের আব্দুর রহমান খোক‌নের মে‌য়ে। জা‌হিদুল একই বা‌ড়ির মো. জ‌সি‌মের ছে‌লে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন