ট্রেনের জানালায় পাথর ছুড়ে কেন?
ছোটবেলায় ট্রেন চড়া মানে ছিল জালালাবাদ এক্সপ্রেসে করে সিলেট যাওয়া। সন্ধ্যার পরপর হেলেদুলে ট্রেনটা রওনা দিত। তখনো বিদ্যুৎ পৌঁছায়নি বাংলাদেশের বেশিরভাগ গ্রামে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ হঠাৎ হীরে মানিকের মতো জ্বলে উঠত দূরবর্তী কোনো আলো। এর মধ্যেই সীতাকুণ্ড-মিরসরাইয়ের মাঝামাঝি এলাকায় ট্রেন এলে আমরা হুড়মুড় করে ট্রেনের জানালা লাগিয়ে দিতাম। কারণ এ এলাকায় এলেই বৃষ্টির মতো পাথর পড়া শুরু হতো।
তখন একটা কথা চালু ছিল, এ এলাকায় রাত হলে পাহাড় থেকে জিন-ভূত নেমে আসে। তারাই পাথর ছোড়ে। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সেটা কল্পনা করা অস্বাভাবিক কিছু নয়। রহস্যের জন্ম অদেখার মধ্যে।
- ট্যাগ:
- মতামত
- ট্রেন চলাচল
- ট্রেনে পাথর হামলা