![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/17/dead-body-representational-image-170921-01.jpg/ALTERNATES/w640/dead-body-representational-image-170921-01.jpg)
‘চুরি করতে উঠে’ ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন, যিনি চুরি করতে ওই ভবনে উঠেছিলেন বলে বাড়ির মালিক জানিয়েছেন। শফিউদ্দিন রোডে সালাউদ্দিন মিয়ার বাড়িতে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত এনামুল হক (৩৫) বরিশালের গৌরনদী উপজেলার চরকিরচর গ্রামের প্রয়াত মমিন উদ্দিন ব্যাপারীর ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্ঘটনা
- চুরি
- ভবন থেকে পড়ে নিহত