You have reached your daily news limit

Please log in to continue


অসংক্রামক রোগ প্রতিরোধে আইনগত বিধান

ক্রমাগত নগরায়ণের ফলে আমাদের কায়িক পরিশ্রম কমে যাওয়া এবং বিভিন্ন কোমল পানীয় পান করায় স্থূলতাজনিত নানা ধরনের রোগে বাংলাদেশের শুধু শহুরে মানুষ নয়, গ্রামের অনেকেই ভুগছেন।  ছোটবেলায় এক-দুই কিলোমিটার হেঁটে গ্রামের স্কুলে যাওয়া বা বন্ধুবান্ধবের অনেককে আরো দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে যেতে-আসতে দেখা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। ইদানীং গ্রামে গেলেও পথচলা মানুষের দেখা খুব কমই পাই। ব্যস্ত মানুষের হেঁটে পথচলার সময় নষ্ট করার কোনো ফুরসত নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপকভাবে মুঠোফোন আসক্তি। নানা রকম চটকদার মোড়কে আজ এ দেশে প্রায় সবার কাছেই সহজলভ্য। তাই কায়িক পরিশ্রমের অভাবের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অসুখ যেমন হৃদরোগ, বহুমূত্র সমস্যা এগুলো আজ শুধু উন্নত দেশের রোগ নয়—এ কথা আজকাল অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞই বলছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন