সাফ চ্যাম্পিয়নশিপ ও বাংলাদেশের ফুটবল

কালের কণ্ঠ ইকরামউজ্জামান প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৯:৪২

উপমহাদেশে ক্লাব ফুটবল ঘিরে ১৩০ বছরেরও আগে যে আবেগ আর উন্মাদনা ছিল তা কখনো জাতীয় দলের ফুটবলে প্রতিফলিত হয়নি। ১৯৪৭ সালে অখণ্ড ভারত বিভক্ত হয়ে জন্ম হয় দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তান। আমাদের পূর্ববঙ্গ পাকিস্তান নামের দেশটির একটি প্রদেশ। ’৪৭-এর দেশ ভাগের পরও ফুটবল চত্বরে দেখা গেছে সেই একই মানসিকতা ও দৃষ্টিভঙ্গি।


দেশ স্বাধীন হলো ১৯৭১ সালে। যুদ্ধবিধ্বস্ত দেশের ক্রীড়াঙ্গনকে শূন্য থেকে পূর্ণ করতে হবে। আবার দেখা গেল সেই পুরনো ক্লাবপ্রীতি। ফুটবলে ক্লাবই সব। এই মানসিকতায় প্রথম থেকেই জাতীয় দল গুরুত্বহীন। জাতীয় দল নিয়ে যেভাবে পরিকল্পনামাফিক কাজ করা উচিত ছিল তা হয়নি। জাতীয় দল থেকে ক্লাব বড়। ক্লাবে ক্লাবে ফুটবলের মর্যাদা নিয়ে রেষারেষি। এর উত্তাপ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও