You have reached your daily news limit

Please log in to continue


ছাত্র রাজনীতি : প্রেক্ষাপট বাংলাদেশ

নাট্যকার ব্রেখট মনে করতেন, মানুষ যে রাজনীতি করতে চায় না সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ মানুষের প্রতিটি পদক্ষেপই রাজনীতির অন্তর্ভুক্ত। চাল, ডাল, আটা, লবণ ইত্যাদির দাম কমা-বাড়া-এর কিছুই রাজনীতির বাইরে নয়। কথাটা তো সত্যি। মানুষ রাজনৈতিক দল না করতে পারে, কিন্তু রাজনীতিবিমুখ হলে চলবে কেন? রাজনৈতিক দলের সদস্য না হলেও সবাইকে রাজনীতি করতেই হবে। রাষ্ট্র এবং তার সব কর্মসূচিতে জনগণকে নাক গলাতেই হবে। বাংলাদেশে কয়েক বছর আগে বা সাম্প্রতিক সময়ের কিছু আন্দোলনের কথা ধরা যেতে পারে।

ঠিক যেমন আবরার ফাহাদের হত্যা নিয়ে ছাত্রদের আন্দোলন বা তারপরের নিরাপদ সড়ক আন্দোলন কিংবা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন এগুলো কি রাজনীতি নয়? দাবি-দাওয়া কার কাছে সরকারের কাছে। শিক্ষার্থীরাই কিন্তু এসব আন্দোলনে মাঠে নেমেছিল। যদি দাবি-দাওয়ার আন্দোলন মানেই রাজনীতি হয়, তাহলে সড়ক দুর্ঘটনার বা বিভিন্ন দুর্ঘটনার কারণে বৃহত্তর ছাত্রসমাজের ক্ষোভ প্রকাশ করার রাজনীতিই তো ছিল; নাকি? কথাটা কিন্তু তবুও প্রায় শোনা যায়, ছাত্র কেন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন