ট্রাম্পের শুল্ক যুদ্ধ কি নতুন পরাশক্তির বীজবপন?

বিডি নিউজ ২৪ অলোক আচার্য প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:০৩

মার্কিন শুল্ক নীতি এখন যেন এক বিশাল শুল্কের দাবার বোর্ড—যেখানে ডনাল্ড ট্রাম্প একের পর এক অপ্রত্যাশিত চাল দিয়ে নরেন্দ্র মোদীর আরও ভালো বন্ধুদের কিস্তিমাত করছেন। বিশ্ব বাণিজ্য আর কূটনীতির ঘুঁটি এমনভাবে সরানো হচ্ছে যে পুরোনো মিত্রও রাতারাতি প্রতিদ্বন্দ্বীতে পরিণত হচ্ছে। সবাই বুঝে গেছে—আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রু যেমন নেই, স্থায়ী বন্ধু তেমনই বিলাসিতা।


এই শুল্কযুদ্ধ থেকে ট্রাম্প কারও জন্যই ছাড় রাখেননি। আলোচনার টেবিলে সবাইকে বসিয়ে এমন শর্ত দিচ্ছেন, যেন হোয়াইট হাউস আসলে কোনো বহুজাতিক ব্যাংকের ঋণ শাখা। যারা আপস করতে রাজি নয়, তাদের জন্য আছে বোনাস শুল্ক প্যাকেজ। ফলাফল—বাণিজ্যে অনিশ্চয়তা আর বাজারে মৃদু কূটনৈতিক কাশির ধমক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও