বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের নেতারা গত শনিবার সংবাদ সম্মেলন করে যেসব সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, সরকারের উচিত সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। তাঁদের উত্থাপিত দাবিদাওয়ার মধ্যে কিছু আঞ্চলিক বিষয় থাকলেও বেশির ভাগই পুরো দেশের শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রযোজ্য।
চট্টগ্রামের শিল্পমালিকদের অভিযোগ, গেল শতকের আশির দশকে চট্টগ্রাম থেকেই তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হলেও সরকারের বিমাতাসুলভ আচরণের কারণে তাঁরা এখন পিছিয়ে পড়েছেন। বিজিএমইএর পরিসংখ্যানে দেখা যায়, ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৪০ শতাংশ হতো চট্টগ্রাম অঞ্চল থেকে। বর্তমানে সেটি ১৫ শতাংশে নেমে এসেছে। অস্বীকার করার উপায় নেই যে দেশের প্রধান সমুদ্রবন্দরের কাছাকাছি স্থানে শিল্পকারখানা গড়ে উঠলে যন্ত্রপাতি আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানির খরচ কম পড়ে। শেষ বিচারে ভোক্তারা লাভবান হয়।