কুড়িগ্রামে চলতি বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি
কুড়িগ্রামে চলতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সদ্য রোপণ করা আমন ধান, বীজতলা, বিভিন্ন প্রকার শাকসবজিসহ মৎস্য চাষে কৃষকরা মারাত্মভাবে ক্ষতির শিকার হন এবারের বন্যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, এ বন্যায় জেলার ২৬ হাজার ৪০৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে যায়, যার অধিকাংশই পুরো নষ্ট হয়ে গেছে।