তৃতীয় মত: জিয়া তো যাচ্ছেন, তার রাজনৈতিক কালচার কি যাবে?
ইতিহাস একটি বটবৃক্ষের মতো। সে তার সবুজপাতা ধরে রাখে। ঝরাপাতাগুলোকে ঝরতে দেয়। লন্ডনে তাই দেখছি- বড় বড় লর্ড, সবার নমস্য অনেক মানুষের প্রতিমূর্তি রাজপথে ভেঙে ফেলা হচ্ছে। বহু শতাব্দীর প্রাচীন মূর্তিও ধ্বংস করা হচ্ছে। শুধু লন্ডনে নয়, আমেরিকাতেও চলছে একশ্রেণির মূর্তির ধ্বংস সাধন। এতকাল মানুষ জেনে এসেছে, এসব মূর্তি হচ্ছে সেসব মহামানবের, যারা ছিলেন দানবীর। জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের দানের সীমা-পরিসীমা নেই।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক সহিংসতা
- আদর্শগত
- জিয়াউর রহমান