
জলবায়ু সম্মেলন ও আমাদের প্রত্যাশা
আসছে নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ যুক্তরাজ্য। এর আগে ২০২০ সালে করোনার কারণে বিশ্ব জলবায়ু সম্মেলন স্থগিত হয়ে যায়। ২০২১ সালের বিশ্ব জলবায়ু সম্মেলন নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে, ২০১৫ সালে প্যারিস চুক্তির পর এই প্রথম পাঁচ বছরের প্রথম চক্র সম্পন্ন হওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্যারিস চুক্তি অনুযায়ী প্রত্যেকটি দেশ কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে নিজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করবে। প্রতি পাঁচ বছর পর পর এই লক্ষ্যমাত্রাসমূহ পর্যালোচনা হওয়ার কথা। এই চুক্তিতেই এই শতাব্দীর মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির মধ্যে সীমিত রাখার অঙ্গীকার করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- প্রত্যাশা
- জলবায়ু সম্মেলন