কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে'

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মহাকাব্য 'মেঘনাদবধ' কাব্যের 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে'- এই কাব্যপঙ্‌ক্তি বাঙালি সমাজের জনপরিসরে বহুল উচ্চারিত। এর প্রেক্ষাপট বিস্তৃত। তবে রাবণপুত্রের এই উপলব্ধি- হাহাকার প্রবাদ হয়ে দাঁড়িয়েছে সমাজে। বুঝতে না পারা কোনো ঘটনা যখন বিভ্রম সৃষ্টি করে এবং এই ভ্রম কেটে গেলে অনেকেই এই কাব্যপঙ্‌ক্তিটি উচ্চারণ করে থাকেন। বিমানবন্দরে করোনার র‌্যাপিড টেস্টের জন্য ল্যাবরেটরি স্থাপনে প্রবাসী কর্মীদের দাবি ছিল অনেক দিনের। করোনা-দুর্যোগে নানা খাতে যে অভিঘাত লাগে এর বাইরে থাকতে পারেননি আমাদের প্রবাসী কর্মীরাও। তাদের আমরা 'রেমিট্যান্সযোদ্ধা' বলি। কিন্তু তাদের প্রতি সরকারের সংশ্নিষ্ট দায়িত্বশীল মহলগুলোর যে দায় রয়েছে, তা পালনে তারা কতটা নিষ্ট- এ প্রশ্নের উত্তর প্রীতিকর নয়। আমাদের এরকম অভিজ্ঞতার সঙ্গে ফের যুক্ত হয় বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট ল্যাব স্থাপনের বিষয়টি। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, দু-তিন দিনের মধ্যে ল্যাব স্থাপনের। তারপরও গড়িয়ে যায় ১০ দিন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে নানা নেতিবাচক চিত্র উঠে আসতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন