উন্নত ভবিষ্যতের জন্য চিন্তা করা দরকার
সমকালীন ইতিহাস নিয়ে প্রতিটি জাতির মধ্যেই বিতর্ক দেখা যায়। বিতর্ক হয় ঐতিহাসিক ঘটনার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। তথ্যকে বিকৃত করার কিংবা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করার চেষ্টা কমই দেখা যায়। কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মিথ্যা সত্যকে স্থানচ্যুত করে চলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সত্য ও মিথ্যা একাকার হয়ে গেছে। মুক্তিযুদ্ধের মতো বিশাল মহান ঘটনার ইতিহাস দলীয় সংকীর্ণতা, অপরাজনীতি ও হীন স্বার্থান্বেষীদের কবলে পড়ে বিকারপ্রাপ্ত হয়েছে। ধর্মকে যেমন, মুক্তিযুদ্ধের ইতিহাসকেও তেমনি দলীয় স্বার্থে ব্যবহার করার তৎপরতা দেখা যাচ্ছে। মিথ্যা প্রচারের প্রতিক্রিয়ায় সামনে আসছে নতুন মিথ্যা। মিথ্যাকে সত্যরূপে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যাচারীদের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। অতীত নিয়ে যাঁরা মিথ্যাচারী, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কি তাঁরা সত্যনিষ্ঠ? ভবিষ্যতের জন্য তাঁরা কী রেখে যাচ্ছেন? লোকে মিথ্যা নয়, সত্য অবলম্বন করেই চলতে চায়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়েও তা-ই চায়।
- ট্যাগ:
- মতামত
- চিন্তা-ভাবনা
- ভবিষ্যত