নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য তার এ আয়োজন। এসময় স্বাস্থ্য সচেতনতায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
রবিবার বেলা ১১টায় পৌর শহরের বিলচলন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালোর ইউনিয়নের মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন তিনি। বিলচলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করেন এবং ৬টি সিলিং ফ্যান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।