You have reached your daily news limit

Please log in to continue


বন্যার কারণে মানিকগঞ্জে ২৭ স্কুল খুলছে না আগামীকাল

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার সারাদেশে স্কুল খুলছে। কিন্তু, বন্যার পানি ও কাদা জমে থাকায় মানিকগঞ্জের যমুনা ও পদ্মার চরাঞ্চলের অন্তত ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। এর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনে বিলীন হয়েছে।

যমুনা নদরে পাড়ের দৌলতপুর উপজেলার হাটাইল, টুটিয়াম, আহুলিয়া, বহড়া, গাজীছাইল, মীর কুটিয়া, নিলুয়া ও হরিরামপুর উপজেলার আজিমনগর, সুতালড়িসহ চরাঞ্চলের অধিকাংশ স্কুলে বন্যার পানি উঠেছিল। পানি চলে গেলেও স্কুলের মাঠে ও বারান্দায় কাদা জমে আছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলায় মোট ৬৫২টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে হরিরামপুর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ২৫টি বিদ্যালয়ে বন্যার পানি জমে আছে। অন্য স্কুলগুলো খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনে বিলীন হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন