বরগুনায় আশ্রয়ণের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ
বরগুনায় প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘর নির্মাণে মূল প্রকল্পের নকশায় পরিবর্তন, নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
সুবিধাভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, খরচ বাঁচাতে এসব ঘর নির্মাণে প্রকল্প নির্ধারিত নকশা বদল করা হয়েছে; মেঝের উচ্চতা দুই ফুটের স্থলে করা হয়েছে তার অর্ধেক; নির্মাণ সামগ্রী দেওয়া হয়েছে নিম্নমানের এবং মূল ঘর ও বারান্দায় পৃথক তিনটি চালের জায়গায় দেওয়া হয় একটি।
এ-কারণে ঘরের সৌন্দর্যহানির পাশাপাশি দুর্যোগ ঝুঁকিও বেড়েছে।