নদীর পানি কমলেও ক্ষতি বাড়ছে
দেশের প্রায় সব নদীর পানিই কমেছে। অনেক পয়েন্টে পানি এখন বিপৎসীমার নিচে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ভাঙন, বাড়ছে ত্রাণের চাহিদা ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুইয়া জানান, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি কমছে। ৭২ ঘণ্টা পর্যন্ত কমবে। সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।