শিক্ষাপ্রতিষ্ঠান ‘খুলে দেওয়া’র চেয়ে ‘খোলা রাখা’ বড় চ্যালেঞ্জ
আগামী ১২ সেপ্টেম্বর সারা বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। করোনাভাইরাসের মহামারীর কারণে বিশ্ব ২০২০ এবং ২০২১ সালটা মোটামুটি একটা টালমাটাল অবস্থার ভেতর দিয়ে পার করেছে। এই মহামারীর তীব্রতা এত প্রবল যে এরই মধ্যে বিশ্বে ৪৫ লক্ষাধিক মানুষ এ ভাইরাসের কারণে জীবন দিয়েছে। প্রায় ২২ কোটিরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। একবিংশ শতাব্দীর সব ধরনের আধুনিক এবং উন্নত চিকিৎসাব্যবস্থা থাকা সত্ত্বেও এ ভাইরাসের মোকাবিলা করা মানবসভ্যতার কঠিনতর একটি কাজ হিসেবে হাজির হয়েছে।