![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F31%2Fbashir.jpg%3Fitok%3DBxGZDVec)
চলে গেলেন কথাসাহিত্যিক, গবেষক বশীর আলহেলাল
কথাসাহিত্যিক, গবেষক, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক বশীর আলহেলাল আজ মঙ্গলবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বশীর আলহেলালের মরদেহ আজ বিকেল ৫টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়েছে বাংলা একাডেমি।