You have reached your daily news limit

Please log in to continue


পরিষ্কার পরিচ্ছন্ন দেশ কত দূর?

কারো মুখ দেখে যেমন তার রাগ, ক্ষোভ, দুঃখ, আনন্দ-বেদনা বোঝা যায়, তেমনি একটি দেশের রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতার চেহারা দেখেও দেশটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরিচ্ছন্ন নগরী হিসেবে ঢাকার সুনাম না থাকলেও দূষিত শহরের তালিকায় স্থান আছে। এই বদনাম কতকাল বইতে হবে, তা কারো জানা নেই। কিন্তু সরকার উদ্যোগী হলে রুয়ান্ডার রাজধানী কিগালির মতো পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করতে পারে। উন্নত বিশ্বের দেশগুলোর রাস্তা কত সুন্দর। কত পরিষ্কার-পরিচ্ছন্ন।

একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। সেখানে আমাদের দেশে রাস্তা একবার দেখলে দ্বিতীয়বার দেখার আর ইচ্ছা হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর। পোশাক কতটা মূল্যবান তা বড় কথা নয়! কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতা সবাই পছন্দ করে। অপরিচ্ছন্ন জীবন কেউ পছন্দ করে না। কিন্তু আমাদের দেশে পরিষ্কার পরিবেশ গড়ে ওঠেনি। সবাই সুন্দর নির্মল পরিবেশে থাকতে চায়। অথচ যত্রতত্র ময়লা ফেলতে কুণ্ঠাবোধ করে না বেশির ভাগ মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন