সামাজিক প্রতিরোধ গড়তে হবে
নারী নির্যাতনের পাশাপাশি শিশু ধর্ষণ, বিশেষ করে কন্যাশিশু ধর্ষণ বেড়েই চলেছে। গত এক মাসের দৈনিক পত্রিকায় এসংক্রান্ত খবর ভয়াবহভাবে চোখে পড়েছে। যদিও সব খবরই সংবাদমাধ্যমে উঠে আসে না। খবরের আড়ালেও খবর থেকে যায়। গত মাসের মাঝামাঝি সময়ে কালের কণ্ঠে প্রকাশিত ‘ধর্ষণের শিকার ৬৬ শতাংশই কন্যাশিশু’ শিরোনামের প্রতিবেদন সূত্রে জানতে পারি, চলতি বছরের গত ছয় মাসে সারা দেশে এমন অন্তত ৩৭৮ জন কোমলমতি শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১২ জন শিশুকে। একই সময় ধর্ষণের শিকার হয়েছেন ১৯৮ জন নারী। এমন চিত্র থেকে অনুমান করতে কারোরই কষ্ট হবে না যে ধর্ষণের ভয়াবহতা কতটা।