![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F57bfd0dd-f3f3-42c4-abf8-e92e54b6cdac%252FPadma_Bridge.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাট আপাতত চালু হচ্ছে না
পদ্মা সেতুর পিলারে পরপর চারবার ফেরির ধাক্কার পর সেতু এলাকা এড়ানোর জন্য বাংলাবাজার ঘাটকে সরিয়ে সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাট থেকে ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে নাব্যতা–সংকটের কারণে আপাতত ঘাটটি চালু করা সম্ভব হচ্ছে না। আগামী রোববার ঘাটটি চালুর চেষ্টা করা হবে।