নতুন গীত নয়, জিয়াই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খলনায়ক

কালের কণ্ঠ মো. জাকির হোসেন প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১২:৩১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি দুটি ভার্চুয়াল অনুষ্ঠানে ‘জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকার নতুন গীত গাইছে’ বলে অভিযোগ করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সম্পৃক্ত, ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের এ রকম বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার ‘গীত’ কি নতুন? আওয়ামী লীগ এই ‘গীত’ রচনা করেছে কি? অবশ্যই না। খুনি ফারুক ও রশিদ জিয়ার সম্পৃক্ততার বিষয়ে সর্বপ্রথম ‘গীত’ পরিবেশন করেন। ১৯৭৬ সালের ২১ এপ্রিল লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় খুনি আব্দুর রশিদের উদ্ধৃতি দিয়ে সংবাদে বলা হয়, ‘মেজর আব্দুর রশিদ মেজর জেনারেল জিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, জিয়া যদি তাঁদের দাবি মেনে না নেন, তাহলে শেখ মুজিব ও অন্যান্য নেতাকে হত্যার ব্যাপারে জিয়ার যে ভূমিকা রয়েছে, সে সম্পর্কে সব গোপন তথ্য তাঁরা ফাঁস করে দেবেন।’ ওই বছরেরই ৩০ মে দ্য সান ডে টাইমসে খুনি ফারুক রহমানের বিবৃতি প্রকাশিত হয়। সেখানেও জিয়ার সম্পৃক্ততা প্রকাশ পায়। ফারুক রহমান বিবৃতিতে দাবি করেন, ‘খন্দকার মোশতাকের ভাগ্নে ও আমার ভায়রা আব্দুর রশিদ প্রথমে আমার কাছে মুজিবকে সরিয়ে খন্দকার মোশতাককে প্রেসিডেন্ট পদে বসানোর প্রস্তাব দেন। আমি তাতে রাজি হই ও মেজর জেনারেল জিয়াকে সেনাবাহিনীর প্রধান করার প্রস্তাব দিই। মুজিবকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণের পর মোশতাক ও জিয়া আমাদের পরিকল্পনায় সম্মত হন।’ ১৯৭৬ সালের আগস্ট মাসে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস আইটিভির ‘World in Action’ প্রগ্রামে খুনি রশিদ ও ফারুকের সাক্ষাত্কার গ্রহণ করেন। সাক্ষাত্কারে বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততার কথা খুনিরা আবারও প্রকাশ করেন। ফারুক-রশিদ বলেছেন, হত্যা চক্রান্তের বিষয়ে ১৫ই আগস্টের বহু আগেই জিয়াকে তাঁরা অবহিত করেন। হত্যাকাণ্ডের বিষয়ে জিয়াউর রহমানকে অবহিত করা হয় এবং তিনি এগিয়ে যাওয়ার গ্রিন সিগন্যাল দেন। ফারুক-রশিদের দাবি অনুযায়ী জিয়া বঙ্গবন্ধু হত্যা পরিকল্পনায় জড়িত ছিলেন কি না, এ সন্দেহ দূর করতে মাসকারেনহাস ১৯৭৬ সালে জিয়ার সাক্ষাত্কার নেওয়ার সময় জিয়াকে এই বিষয়ে প্রশ্ন করেন। জিয়া এই প্রশ্নে নিরুত্তর ছিলেন। মাসকারেনহাসের ভাষায়,  ‘In July 1976, while doing a TV programme in London on the killing of Sheikh Mujib I confronted Zia with what Farook had said.’  জিয়া এ ব্যাপারে উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। জিয়ার সঙ্গে কথোপকথনের বিষয়ে মাসকারেনহাস লেখেন,  ‘Zia did not deny it- nor did he confirm it.’ মাসকারেনহাস তাঁর বই ‘Bangladesh- A Legacy of Blood’-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনার বিষয়ে জিয়ার সঙ্গে খুনি রশিদ ও ফারুকের কথোপকথনের বিষয়, তারিখ, সময়, স্থান, ক্ষণ উল্লেখ করে লিখেছেন, ফারুক জানান, ২০ মার্চ ১৯৭৫ সালে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে তিনি জিয়ার বাসায় জিয়ার সঙ্গে দেখা করেন এবং তাঁকে বলেন, ‘The country required a change.’ উত্তরে জিয়া বলেন,  ‘Yes, yes, let's go outside and talk.’ তখন জিয়া ফারুককে নিয়ে বাড়ির লনে যান। সেখানে ফারুক আবার বলেন,  ‘We have to have a change. We, the junior officers, have already worked it out. We want your support and leadership.’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও