কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে

বাংলাদেশ প্রতিদিন মেজর (অব.) আখতারুজ্জামান প্রকাশিত: ০৬ আগস্ট ২০২১, ০০:০০

দেশের ভূরাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে। সরকার সঠিকভাবে করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না। যদিও চীন, ভারত ও জাতিসংঘ বিশেষ করে জাতিসংঘের বর্তমান মহাসচিব অব্যাহতভাবে তাদের সমর্থন ও সহযোগিতা এ সরকারকে করে যাচ্ছে।  তার পরও জনমত সরকার পক্ষে আনতে পারছে না। এর মধ্যে আবার বিশ্বের পোশাকশিল্পে ভিয়েতনাম বাংলাদেশের ওপরে চলে গেছে। ফলে পোশাক রপ্তানিতেও দেশ নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে। তারপর ঘন ঘন লকডাউন পোশাক রপ্তানিতে সংকট সৃষ্টি করছে। বর্তমানে আমদানি কম হওয়ায় বিদেশি মুদ্রার চাপ না থাকলেও ভবিষ্যতে করোনা-উত্তর  বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা একটি কঠিন ধাক্কার মধ্যে পড়তে যাচ্ছে যা বিশেষজ্ঞদের অভিমত। সবকিছু মিলিয়ে সরকার খুব একটা আরামদায়ক অবস্থায় নেই তা প্রায় দৃশ্যমান হয়ে যাচ্ছে। দুর্নীতি সবকিছু লেজেগোবরে করে ফেলছে। সরকার আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারায় যে দুর্নীতিবাজ নব্য ধনিক শ্রেণি তৈরি হয়েছে তারা এখন সরকারের রাজনৈতিক অবস্থানে অনুপ্রবেশ করে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। আগামী নির্বাচনে এ নতুন দুর্নীতিবাজ নব্য ধনিকরা অবশ্যই রাজনৈতিক হিস্সা দাবি করবে। ফলে সরকারি দলের পুরনো রাজনীতিকরা তাদের অস্তিত্বের চাপে পড়বেন যা চলমান রাজনীতির ধারা বা গতিপ্রবাহ পরিবর্তন করে ফেলতে পারে। পুরনো রাজনীতিকরা তাদের অবস্থান সহজেই ছেড়ে দেবেন না পরিষ্কারভাবে অনুমানযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও