কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নানা চ্যালেঞ্জের মুখে অর্থনীতি

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ০১ আগস্ট ২০২১, ১১:৩৮

১৫ মাস ধরে চলমান করোনা সংকট দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলেছে, তা উদ্বেগজনক। বস্তুত করোনা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ও গতিপ্রবাহই শুধু আটকে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে দেশের অর্থনীতিকেও। বাধাগ্রস্ত করেছে দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক কার্যক্রম। অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের প্রভাবে চলতি অর্থবছরেই বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দেশের অর্থনীতিকে। এই অর্থবছরে সরবরাহ চেইনের স্বাভাবিক গতি ব্যাহত হয়ে বেড়ে যেতে পারে বিভিন্ন পণ্যের দাম। প্রকৃতপক্ষে ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। দেশে টাকার প্রবাহ ও পণ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির হার বেড়ে যেতে পারে। পাশাপাশি বাড়তে পারে দেশে-বিদেশে ঋণের সুদের হার, আর তাই স্বাভাবিক কারণেই বৃদ্ধি পাবে বৈদেশিক দেনার পরিমাণ। এ ছাড়া কমতে পারে আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধির হার। অবশ্য চলতি অর্থবছরের মুদ্রানীতিতে উপরের আশঙ্কার কথা উল্লেখ থাকলেও এতে বেশকিছু সম্ভাবনার কথাও বলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- সরকারের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার চলতি হিসাবে ঘাটতির পরিমাণ কমতে পারে, বাড়তে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা আরও বেড়ে যাবে। করোনা-পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ফলে এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও