করোনার কারণে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা এক সময় কাটিয়ে ওঠা সম্ভব হলেও শিক্ষা খাতের ক্ষতি সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করার জন্য শিক্ষক-শিক্ষার্র্থীসহ সংশ্লিষ্টদের করোনা টিকার আওতায় আনা প্রয়োজন। এজন্য নিতে হবে বিশেষ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার লক্ষ্যে সরকার প্রথমে শুধু আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। জানা গেছে, এখন সব শিক্ষক-শিক্ষার্র্থীসহ সংশ্লিষ্টদের টিকা দিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সংশ্লিষ্টদের তালিকা তৈরি ও নাম নিবন্ধন করা হচ্ছে। পাশাপাশি তা পাঠানো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কিন্তু সব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকায় এ কর্মসূচি বাস্তবায়নে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। এতে সবাইকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জনও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দীর্ঘ হতে পারে প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি। ইতোমধ্যে চল্লিশোর্ধ্ব শিক্ষক এবং অন্যান্য জনবল টিকা পেয়েছেন, এটি ইতিবাচক খবর। বর্তমানে ৩০ বছর বয়সিরা টিকা পাচ্ছেন। ইতোমধ্যে সর্বনিু ১৮ বছর বয়সি সব শিক্ষার্থীকেই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
You have reached your daily news limit
Please log in to continue
উচ্চশিক্ষা কার্যক্রম চালুর চিন্তা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন