পুলিশে আত্মহত্যা ও সামাজিক মনস্তত্ত্ব

ডেইলি স্টার প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ১৪:৪১

চারটি ঘটনার মধ্যে তিনটি এ বছরের আর একটি গত বছরের। পুলিশ সদস্যদের মধ্যে কেন বাড়ছে আত্মহননের সংখ্যা? তা খুঁজতে গিয়ে পড়াশুনা আর কথাবার্তা শুরু করলাম। নিউজগুলো বিভিন্ন মিডিয়ায় এসেছে, আর সেখান থেকেই পেলাম এসব পুলিশ সদস্যরা ভুগছিলেন মানসিক অশান্তি অথবা পারিবারিক ঝামেলা কিংবা পারিবারিক দূরত্বজনিত জটিলতায়।


আপনি আমি যখন ঈদে নামাজ আদায় করে পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় উপভোগ করি, তখন দিনে রাতে ঝড় বা বিপদের সময় পরিবার থেকে দূরদূরান্তে আসা এসব পুলিশ সদস্য থাকেন নিরাপত্তার দায়িত্বে। দেখা গেল- পরিবার থাকে সিরাজগঞ্জ তার চাকরির স্থান চট্টগ্রামের কোতোয়ালি থানায়। ছুটি পান অনেক সময় দুই-তিন দিন। আসতে যেতেই দুইদিন চলে যায়। তিনি পরিবার বা ছেলে-মেয়েদের সময় দেবেন কীভাবে? এই যে করোনায় এত এত মৃত্যুর মধ্যেও মানুষ পদ্মা পাড়ি দিল কার জন্য, কীসের জন্য? শুধু পরিবারকে একটু দেখা, কথা বলা, ছোঁয়া, পাওয়া কিংবা ছেলে-মেয়েদের ছোট ছোট আবদার মেটানোর জন্য।


কিন্তু পুলিশ? তারা তো ছুটিতেই যেতে পারলেন না। ধরুন আপনি চাকরি করেন নীলফামারী সোনালী ব্যাংকে। আপনার মা-বাবা, স্ত্রী থাকেন চট্টগ্রামে। স্যারের কাছে গিয়ে বললেন, আমার সাত দিনের ছুটি দরকার। স্যার বললেন, অফিসে কাজের চাপ বেশি, কর্মকর্তাও কম, এসময় সাত দিন ছুটি কোনোভাবেই সম্ভব না। তিন দিন নেন। কাকুতি-মিনতি করে একদিন বাড়ালেন বা স্যার ছুটি দিলেন না, বললেন- যাওয়া যাবে না, তখন আপনার অনুভূতি কেমন হবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও