তালেবানরা আফগানিস্তানে সীমাবদ্ধ থাকবে তো?
দুই দশক অবস্থানের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়া শুরু হয়েছে। হয়তো মাস দু-একের মধ্যেই তাদের আফগানিস্তান ত্যাগ সম্পন্ন হবে। তালেবানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের করা সমঝোতা অনুযায়ী মার্কিন ও ন্যাটো সদস্য দেশের সেনাদের এই প্রত্যাবর্তন। প্রশ্ন হচ্ছে প্রত্যাহারের পর পরিস্থিতি কোন দিকে যাবে? এরই মধ্যে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া গৃহযুদ্ধের পরিণতি কী হবে? আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কি তা চলতে থাকবে; নাকি তালেবান জঙ্গিরা এই অঞ্চলের জন্য একটি স্থায়ী হুমকি হয়েই থাকবে? এমন করে ছেড়ে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই মুহূর্তে এমন অনেক প্রশ্নই করা যেতে পারে।