এই লড়াইটা কেবল একটি চাকরি পাওয়ার জন্য নয়
জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে যুব কর্মসংস্থানের সংকট। সরকারের নানা সংস্কার ও প্রতিশ্রুতি সত্ত্বেও বাস্তব চিত্র ভিন্ন। দেশে ৩ কোটি ৮০ লাখ যুবশক্তির মধ্যে (যাঁদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে) প্রায় ২৬ শতাংশ বেকার। ২০২৩ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য আমাদের জানিয়ে দেয়, একটি প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা কীভাবে থমকে আছে। শুধু তা–ই নয়, বিশ্বব্যাংকের মতে, দেশের যুবদের মধ্যে ৪৭ শতাংশের দক্ষতার ঘাটতি রয়েছে, যা চাকরি পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই সংকট নিছক অর্থনৈতিক নয়; এর গভীরে রয়েছে আমাদের রাষ্ট্র ও সমাজের কাঠামোগত অসংগতি। বাংলাদেশে আজ যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে অর্থনীতিবিদেরা বলেন ক্রোনি পুঁজিবাদ—স্বজনপোষণমূলক পুঁজিবাদ। এ ব্যবস্থায় রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংকঋণ, বাণিজ্যিক সুবিধা—সবই কুক্ষিগত থাকে কিছু গোষ্ঠী ও তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের হাতে। ফলে বৈষম্য শুধু বেড়েই চলেছে।
- ট্যাগ:
- মতামত
- কোটা পদ্ধতি
- সংরক্ষিত কোটা