অসংগতিতে ভরা স্বাস্থ্যের ‘আকুল আবেদন’
সর্বশেষ সংসদ অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সমালোচনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অথর্ব, বরাদ্দ অর্থ খরচের দক্ষতা ও সামর্থ্য তাদের নেই, দুর্নীতিতে ঠাসা—এসব অভিযোগের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা’ ও ‘শরম’ নিয়েও কথা উঠেছে। জাহিদ মালেক সাফাই গেয়ে বক্তব্যও দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের দুজন মুখপাত্র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়মিতভাবে যে যেখানে পারছেন কথা বলছেন। কেউ দিনে কর্মস্থলে, রাতে টক শোতে। তারপরও তাঁরা তাঁদের মনের কথা, সাফল্যের কথা পুরোপুরি দেশবাসীর কাছে তুলে ধরতে পারেননি। টিকা নিয়ে কথা বলার জন্য ৭ জুলাই দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন জাহিদ মালেক। দুর্নীতি, মন্ত্রী সম্পর্কে সাংসদদের মন্তব্য, সর্বশেষ ১ হাজার ২৫১ জন চিকিৎসক বদলি নিয়ে হযবরল পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীর বক্তব্য জানার জন্য নির্ধারিত সময়ের আগেই মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ভিড় জমে। শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিল হয়।