ই-বর্জ্য ও প্লাস্টিক-বর্জ্য
বছরের পর বছর নদী বা সমুদ্রের পানিতে ফেলা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য। আর ফেলা হচ্ছে প্লাস্টিক দ্রব্য। যা বছরের পর বছরেও নষ্ট হয় না। বিশেষজ্ঞরা বলেন প্লাস্টিকসামগ্রী ক্ষয় হতে হাজার বছরেরও বেশি সময় লাগে। অথচ যেখানে সেখানে প্লাস্টিক দ্রব্য ফেলা হয়। এতে মাটি দূষিত হয়। আর নদী ও সমুদ্রে গড়িয়ে সেসব পানি দূষিত করছে। প্লাস্টিকের মধ্যে অনেক ক্ষতিকর পদার্থ রয়েছে। যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লাস্টিকে থাকা সিসা, ক্যাডমিয়াম ও পারদ প্রাণিস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এসব পদার্থ সরাসরি বিষক্রিয়ার সৃষ্টি করে। কিছু কিছু প্লাস্টিকে ডিইএইচপি নামক পদার্থ থাকে। যা থেকে ক্যানসার রোগের সৃষ্টি হয়। প্লাস্টিক ও ই-বর্জ্যরে ক্ষতিকর পদার্থ মানবস্বাস্থ্য এবং প্রাণিস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি। মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এসব পদার্থ। শিশুর বিকাশ ব্যাহত হয় এতে। এভাবে চললে দেশ সুনাগরিক পেতে ব্যর্থ হবে। তাই এখনই ই-বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া জরুরি।
- ট্যাগ:
- মতামত
- পরিবেশ দূষণ
- ই-বর্জ্য
- প্লাস্টিক বর্জ্য