কমলকুমার ও সাময়িক অনুসারী
বাংলাদেশের কথাসাহিত্যের গদ্যে এক বিপজ্জনক অভিযাত্রা শুরু হয়েছিল আশির দশকের মাঝামাঝি থেকে। তা সত্তরের দশকের লেখকদের সেভাবে প্রভাবিত করেনি, করার সুযোগ তেমন ছিল না হয়তো, কারণ ততদিনে তারা নবিশিকাল কাটিয়ে নিজস্ব সাহিত্যিকযাত্রার দ্বিতীয় দশকে ঢুকে পড়েছেন, প্রত্যেকেরই হাতে যার যার মতন নিজস্ব গদ্য উঠে এসেছে। তখন বাংলাদেশের বাজারে সদ্য আনন্দ পাবলিশার্স লিমিটেড প্রকাশিত কমলকুমারের বইগুলো বিষয়ের দিক থেকে একটু-আধটু প্রভাবিত করলেও, গদ্যভাষার দিক থেকে তাদের প্রভাবিত হওয়ার সুযোগ কমই ছিল। কিন্তু আশির দশকে যারা কথাসাহিত্যে এলেন তাদের সেই সময়ের গদ্যের দিকে তাকালে লক্ষ করা যায়, কমলকুমারের গদ্য কীভাবে তাদের প্রভাবিত করেছে। এ জন্য বিপজ্জনক অভিযাত্রা শব্দযুগল ব্যবহার করতে হলো।