শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদার শিক্ষার্থীদের আবাসনসুবিধা চালু

প্রথম আলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৭:৩৪

বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের ভর্তির আসন সংরক্ষিত আছে, কিন্তু তাঁদের জন্য বিশেষ আবাসনসুবিধা ছিল না। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় তিন দশকের মাথায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আবাসনসুবিধা চালু করা হয়েছে।


আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শাহপরান আবাসিক হলে বিশেষ এই আবাসনসুবিধার কক্ষের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।


উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম কোনো আবাসনব্যবস্থা, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে এ সুবিধা সম্প্রসারণ করা হবে। অনেকটা সেবার মনোভাব থেকে কাজটি করা হয়েছে। এই আবাসনসুবিধা দেখে দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় এ কাজ করতে সহায়তা চাইলে শাহজালল বিশ্ববিদ্যালয় স্বেচ্ছায় সহায়তা দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও