উপাচার্য কোন পদের?
অর্থে-বিত্তে গরিব এইরকম কেউ যদি হঠাৎ জ্যাকপট বা লটারি জিতে কোটিপতি হয়ে যায়, তাহলে কী হবে? এত টাকা কীভাবে খরচ করবে, কোথায় রাখবে, কাকে দেবে তা ভেবে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজীবন গরিব হওয়ার কারণে মানুষের তুচ্ছ-তাচ্ছিল্য পেয়ে আসা মানুষ যখন হঠাৎ জ্যাকপট পায় তখন সে যে আর গরিবের দলে নেই সেইটা দেখানোর জন্য মরিয়া হয়ে ওঠে। এর ফলে ভুল করার সম্ভাবনা তৈরি হয়, মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যা খুবই স্বাভাবিক।
গরিব কেবল অর্থ-বিত্ত কম থাকার কারণেই হয় তা কিন্তু না, জ্ঞান-বুদ্ধি কম থাকাটা আরও বড় গরিবি। জ্ঞান-বুদ্ধিতে গরিব এমন কেউ যদি কারো দান দক্ষিণায় হঠাৎ কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদ পেয়ে যায় তাহলেও তার মানসিক সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশে এখন দুটোই হচ্ছে। অর্থাৎ যে অযোগ্য, সে সেইটা পেয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ভিসি পদটা এখন এভাবেই দেওয়া হয়।