![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F18%2Fchapai-corona.jpg%3Fitok%3DqPYh_m_O)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ল করোনা শনাক্তের হার
চাঁপাইনবাবগঞ্জে আরও ৫০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ১৬৪ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৪৯ শতাংশ। কয়েক দিন ধরে শনাক্তের হার তুলনামূলক কম দেখা গেলেও আবারও সংক্রমণের হার বাড়ল।