![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/15/chapainawabganj-corona-150621-01.jpg/ALTERNATES/w640/chapainawabganj-corona-150621-01.jpg)
চাঁপাইনবাবগঞ্জে একদিনে কোভিডে মারা গেছে ৩ জন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে; আক্রান্ত হয়েছে ৪৯ জন। জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের নমুনায় ৪৯ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়; এই হিসাবে শনাক্তের হার ১১ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৭ জন মারা গেছে বলে তিনি জানান।